Published : Thursday, 26 September, 2024 at 5:16 PM
নবগঠিত ছাত্রদলের সোহেল-আরিফ কমিটির ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের বর্তমান ও সাবেক কমিটির ৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এ মামলা করেন।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহাবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন- ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রাব্বানী, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি আল নাহিয়ান খান ও সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনেম শাহরিয়ার হাসান মুন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউজ্জামান সামি, সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন, সহ-সভাপতি রেহানুল লাভলী, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক অহিদুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বাধন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, উপ-পরিবেশ সম্পাদক ওবায়দুল হোসেন, কর্মী সোলায়মান হাবিব, হাজী মুহম্মাদ মুহসিন হল ছাত্র লীগের সভাপতি শহীদুল হক শিশির, সাধারণ সম্পাদক মুহম্মাদ হোসেন, জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি কাজল দাস, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদার, সাধারণ সম্পাদক নিশাত সরকার, জসিম উদ্দিন হল ছাত্রলীগের সভাপতি অলিউর রহমান সুমন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মুজিব হল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সভাপতি তুষার আহমেদ মামুন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, মাস্টার দা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি মো. মারিয়াম জামাল খান সোহান, সাধারণ সম্পাদক সিয়াম রহমান, ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম, সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত, শহীদুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ মুনীর, অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ মনন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক সোহাগ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ছাত্রদলের নবগঠিত সোহেল-আরিফ কমিটি ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দেখা সাক্ষাতের জন্য যাচ্ছিল। বিকেল ৪টার দিকে স্যার এ. এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আরিফুল ইসলামসহ কয়েকজন আহত হন।