Published : Tuesday, 24 September, 2024 at 11:35 AM, Update: 24.09.2024 11:38:58 AM
ছাত্র-জনতার আন্দোলনে ১৬ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন সকাল ৮টার দিকে তাকে আদালতে আনা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনের আগে সাবেক আইজিপিকে এই মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সহিংসতা ও হত্যাকাণ্ডের বিষয়ে অবগত ছিলেন। সুতরাং, গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে বের করতে এবং দায়ী অন্যদের অবস্থান জানতে তাকে রিমান্ডে নেয়া দরকার।
নিজেকে নির্দোষ দাবি করে মামুন আদালতে বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন।
উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক বিবাদীর আবেদন নাকচ করে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে পাঠান।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে চানখারপুলে গুলিবিদ্ধ হয় কিশোর ইসমাউল হক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ আগস্ট সে মারা যায়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মহিবুল হক বাদী হয়ে গত ২৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
গত ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা আরও ১২টি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।