Published : Tuesday, 24 September, 2024 at 7:47 AM
রাজবাড়ীতে ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের চাচাতো ভাই এহসানুল হাকিম সাধনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে থানা থেকে আদালতে সোপর্দ করলে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এহসানুল হাকিম সাধন বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমানকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির মামলায় র্যাব-১০ এর একটি টিম ফরিদপুর শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে বালিয়াকান্দি থানা পুলিশে সোপর্দ করে।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, তুহিনুর রহমানের দায়ের করা মামলায় তিন নম্বর আসামি ছিলেন এহসানুল হাকিম সাধন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে ফরিদপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকা থেকে এ মামলায় তাকে গ্রেপ্তার করে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।