Published : Monday, 23 September, 2024 at 2:46 PM, Update: 24.09.2024 1:26:13 AM
অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের কোনো এখতিয়ার নেই বলে মত দিয়েছেন ড. মুহাম্মদের সাত দফা বাস্তবায়ন নাগরিক কমিটির নেতারা। এমনকি অন্তর্বর্তী সরকারের কেউ যদি রাজনৈতিক দল করতে চায়, তাহলে তাদের উপদেষ্টার পদ ছেড়ে দিতে হবে বলেও জানান তারা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের করণীয় শীর্ষক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন।
এসময় বক্তার দাবি করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন যে অপশাসন, গণহত্যা করেছে তাদের আর এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কোনো গণহত্যাকারী রাজনৈতিক দল কখনোই রাজনীতিতে ফিরতে পারে না, আওয়ামী লীগেরও সেই সুযোগ নেই। দেশের আদালতে তাদের বিচারের সম্মুখীন করতে হবে।
আর তাদের যারা এদেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবে, তারা জাতীয় বেইমান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে, যোগ করেন নাগরিক কমিটির নেতারা।
দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠনো ঠিক হয়নি মন্তব্য করে তারা বলেন, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে ভারত বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বাস্তবায়ন করেছে, সেই ভারত ইলিশ পাঠানো হলো।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না দাবি করে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের নামে ছাত্রলীগ বা শিবিরের নেতাকর্মী থাকাটা ক্ষতির কিছু না। তবে কেউ অন্যায় করে বিচারের আওতায় আনতে হবে, পিটিয়ে হত্যা কেউ সমর্থন করে না।