Published : Sunday, 22 September, 2024 at 1:35 PM, Update: 22.09.2024 1:38:42 PM
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেই সময়টা শেষ হয়ে গেছে। পানি ন্যায্য হিস্যা নিয়ে সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। আমারা এখন দেশের স্বার্থে সোচ্চার। নতজানু নীতির দিন শেষ।
রোববার (২২ সেপ্টেম্বর) বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের মীর্জানগরের নিজ কালিকাপুর বল্লারমুখ বাঁধ দেখতে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণকে জানতে এসেছি, তারা কি সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছেন, প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন, উজানের দেশ ভারত ও ভাটির দেশ বাংলাদেশ। মোট ৫৪টি নদীর এখনো কোনো চুক্তি হয়নি। প্রতি বছরই বন্যায় আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। মানুষের দুর্ভোগের কথা, প্রত্যাশার কথা তাদের চাহিদা অনুযায়ী উজানের দেশগুলোর সাথে কথা বলা যায়। সেটা বুঝতেই মাঠ পর্যায়ে আসা।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুই দেশেরই আর কিছু না হোক, মানবিক কারণে পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক জায়গায় বসতে হবে। এ বিষয়ে আমাদের দেশে রূপরেখা নির্ধারণ ও বিশেষজ্ঞ মহলে আলোচনা চলছে।