Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
নতুন সংবিধান তৈরী করতে সর্বদলীয় অভিভাবক কাউন্সিল গঠনের তাগিদ
Published : Sunday, 22 September, 2024 at 1:07 AM

নতুন সংবিধান তৈরী করতে সর্বদলীয় অভিভাবক কাউন্সিল গঠনের তাগিদ

নতুন সংবিধান তৈরী করতে সর্বদলীয় অভিভাবক কাউন্সিল গঠনের তাগিদ

ওয়ার্ল্ড ইন্টিগ্রিটি ফর সার্ভিং হিউমেনেটির (উইশ) আয়োজনে ‘ইনট্রোডাকশন অব পিপলস উইল ২০২৪ ও নতুন সংবিধানের আকাঙ্খা" বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায়  জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন চৌধুরী মানিক মিয়া মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

উইশ প্রধান ছিদ্দিকুর রহমান এর পরিচালনা ও সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন লেখক ও বুদ্ধিজীবী রিফাত হাসান। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মাইমুল আহসান খান, শিক্ষাবিদ ও সমাজ বিশ্লেষক শাহ আলম, ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টি সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আবদুল হক।

রিফাত হাসান বলেন, ‘এথিক্যাল অথরিটি হয়ে ওঠার ব্যর্থতার কারণে নতুন সংবিধানের দাবি করছি আমরা। বর্তমান সংবিধান যার নেতৃত্বে এডপ্ট হয়েছিল, সেই শেখ মুজিব নিজে এই সংবিধানরে ছুড়ে ফেলে দিয়ে বাকশাল কায়েম করেছিলেন। এই সংবিধান তার বাধা হয়ে দাঁড়াতে পারে নাই। সর্বশেষ, ছাত্রদের উপরে চব্বিশ এর যে জেনোসাইড হল, তার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াতে পারে নাই এই সংবিধান। ফলে পুরোপুরি এথিক্যাল অথরিটি হারিয়েছে। এখন, এই গণঅভ্যুত্থান থেকে আমাদের হারানো রাষ্ট্রের মালিকানা রিক্লেইম করার অথরিটি তৈরি হয়েছে। এই মালিকানা রিক্লেইম করার জন্যই নতুন সংবিধান তৈরি দরকার। এর জন্য সর্বদলীয় অভিভাবক কাউন্সিল গঠনের মাধ্যমে নতুন সংবিধান তৈরিতে সবার অংশগ্রহণ ও কনসেন্ট নিশ্চিত করতে হবে।’

প্রফেসর ড. মাইমুল আহসান খান তার আইনশাস্ত্র পড়ানোর ব্যাপক দেশ-বিদেশের অভিজ্ঞতার আলোকে ইনফর্মাল ভঙ্গীতে বলেন বর্তমান সংবিধানকে একটি অপ্রয়োজনীয়ভাবে ফুটনোট দিয়ে ভরা দলিল।  এছাড়া তিনি এই সংবিধানের বেসিক স্ট্রাকচার ডকট্রিনের সমালোচনা করেন। তিনি এটিতে ভারতীয় সংবিধানের খারাপ ধারাগুলি গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেন। 

‘ইনট্রোডাকশন অব পিপলস উইল ২০২৪ ও নতুন সংবিধানের আকাঙ্খা" বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

‘ইনট্রোডাকশন অব পিপলস উইল ২০২৪ ও নতুন সংবিধানের আকাঙ্খা" বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন যে, শেখ হাসিনা এই সংবিধান ব্যবহার করেই ফ্যাসিবাদ ও গণহত্যা করেছেন। তাই জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরতে হলে সংবিধান তাদেরকেই লিখে ফেলতে হবে। এটাকে যত জটিল বা কঠিন বলে দেখানো হয় আসলে তা নয়। তিনি সংবিধানকে একটা মূলনীতি বা সূত্রের দলিল বলে মত প্রকাশ করেন। এটিকে অযথা বিভিন্ন আইন ও বিধানের সংকলন বানানোর তিনি তীব্র সমালোচনা করেন।

ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, বর্তমান সংবিধান স্বাধীনতার ঘোষণাপত্রের আকাংখার প্রতিফলন ঘটায়নি। সংবিধানের আমুল পরিবর্তণ অনিবার্য।তিনি আরও বলেন, বর্তমান সংবিধানের অপরিবর্তনশীল অনুচ্ছেদগুলো ফ্যাসিজম চরিত্রের প্রতিচ্ছবি।

আলোচনায় অন্যদের মধ্যে লেখক ও গবেষক মনওয়ার শামসী সাখাওয়াৎ, আমানুল্লাহ, উম্মে ফারহানা, সংবিধান ও আইন বিশ্লেষক  আরিফ খান, শিক্ষক ও গবেষক ডঃ ছালেহ্ মুহাম্মদ শাহরিয়ার, নাফিজ আহমদ, সরওয়ার ওদুদ চৌধুরী, ফজলুল করিম, কথাসাহিত্যিক ও চিন্তক ফারুক আব্দুল্লাহ , নাশাদ মযুখ,সৌরভ মাহমুদ, আব্দুল মুকিম বক্তব্য রাখেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
কাফনের কাপড় পড়ে অনশনে ক্যাডেট এসআইরা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 January, 2025
তেজগাঁও স্ট্যান্ডে আগুনে পুড়ল ৫ ট্রাক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 January, 2025
বায়ুতে যত স্থানে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
Friday, 10 January, 2025
শুক্রবার রাজধানীর যেখানে যাবেন না
নিজস্ব প্রতিবেদক
Friday, 10 January, 2025
বিডিআর স্বজনরা শাহবাগে, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 9 January, 2025
পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up