Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা, পাশে হাস্যোজ্জ্বল ড. ইউনূস ■ নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন ■ মিরপুর ও মহাখালীতে রিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া ■ রিকশাচালকদের হটালো সেনাবাহিনী, রামপুরায় যানচলাচল শুরু ■ ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া ৬ মামলা বাতিল ■ সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার ■ ‘সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে দাঁড়াব’
সারাদেশে বজ্রপাতে কিশোরসহ ৫ জনের মৃত্যু
Published : Saturday, 21 September, 2024 at 9:23 PM, Update: 22.09.2024 12:27:06 AM

সারাদেশে বজ্রপাতে কিশোরসহ ৫ জনের মৃত্যু

সারাদেশে বজ্রপাতে কিশোরসহ ৫ জনের মৃত্যু

বজ্রপাতে সিলেটের জৈন্তাপুরে দুজন ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে কিশোরসহ ৬ জনের মৃত্যু
 
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে পৃথক সময়ে সিলেটের জৈন্তাপুরে পৃথক বজ্রপাতে দুইজন, কানাইঘাটে দুইজন, গোয়াইনঘাটে একজন ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একজন নিহত হয়েছেন।

তীব্র খরতাপের পর শনিবার দুপুরে জৈন্তাপুর উপজেলায় আকস্মিক ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে পৃথক স্থানে দুজন নিহত হন।

নিহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫)।

শনিবার দুপুর ১২টার দিকে পৃথক স্থানে এ বজ্রপাত হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়েছে।

অন্যদিকে, কানাইঘাট উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে একজন কালা মিয়া (৩০)। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। অপরজন পৌরসভার বাসিন্দা দলইমাটি গ্রামের নুর উদ্দিন (৬০) বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি জানান, শনিবার বিকেল ৪টার সময় কানাইঘাটের পৃথক স্থানে বজ্রপাতে দুজন মারা গেছে। দুজনের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

গোয়াইনঘাটেও বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌনে একটায় বজ্রপাতে ভিত্রিখেল হাওর গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭) বজ্রপাতে অজ্ঞান হন। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময় বজ্রপাতে আহত হন নিয়াগোল গ্রামের আব্দুল করিমের ছেলে ইসমাইল আলী (১৮)। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত সলতু মিয়ার ছেলে। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে নিজ বাড়ির সামনে চারা ক্ষেতে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত সলতু মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য কালাম হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির সামনে চারা ক্ষেতে তিনি লাকড়ি শুকাতে দিয়েছিলেন। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলে তিনি লাকড়িগুলো আনতে গেলে ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। হঠাৎ করেই বজ্রপাত শরীরে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 19 November, 2024
পল্টনে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
Sunday, 17 November, 2024
নকলায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪
শেরপুর প্রতিনিধি
Wednesday, 13 November, 2024
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ দগ্ধ ৭ শ্রমিক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Tuesday, 12 November, 2024
রেললাইনে বসে গল্প, কাটা পড়লেন ৪ জন
লালমনিরহাট প্রতিনিধি
Monday, 11 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up