Published : Friday, 20 September, 2024 at 11:55 PM, Update: 20.09.2024 11:58:35 PM
চলমান চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে একেবারেই ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতীয়দের বোলিং তোপে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। যা স্বাভাবিকভাবে ওই টেস্ট ম্যাচ থেকে পিছিয়ে রেখেছে বাংলাদেশকে। বাংলাদেশের এমন ব্যাটিং দেখে ধারাভাষ্য বক্সে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, টাইগারদের এমন ব্যাটিং হতাশাজনক।
তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং হতাশাজনক। আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে (রান), উইকেটে তেমন কিছু ছিল না প্রথম দিনের তুলনায়। সে কারণে হতাশ তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম বাংলাদেশ অন্তত ভারতের কাছাকাছি রান করুক, তাহলে খেলাটা একটু রোমাঞ্চকর হবে।’
একইসঙ্গে চেন্নাইয়ের উইকেট কঠিন ছিল বলে মনে করেন না তামিম। এক্ষেত্রে টাইগার ব্যাটাররা ভুল শট খেলেছেন বলে মন্তব্য তার। তবে ভালো বোলিংয়ের জন্য নির্দ্বিধায় প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে। এই পেসার নিয়েছেন ৪ উইকেট, এ ছাড়া মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন।
তামিম বলেন, ‘উইকেট কঠিন এটা বলব না। কিন্তু কিছু দারুণ ডেলিভারি ছিল, আবার বাজে শট সিলেকশনও ছিল কিছু। সুতরাং এটা একটু মিক্সড ছিল। উইকেটে একেবারে সুবিধা যে পায়নি নতুন বলে অবশ্যই সুবিধা পেয়েছে। কিন্তু কিছু ডেলিভারি আপনি জসপ্রিত বুমরাহকে খেলছেন, সে বিশ্বের সেরা। কিছু ডেলিভারি খুবই ভালো ছিল, পাশাপাশি আমরাও কিছু ভুল শট খেলেছি।’