Published : Wednesday, 18 September, 2024 at 4:07 PM
গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ইতি টানার আহ্বান জানিয়েছেন মার্কিন ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। একই সঙ্গে প্রায় এক বছর ধরে চলমান এই সংঘাতের অবসান হলে ইসরায়েল যেন ফিলিস্তিনি অঞ্চল পুনরায় দখল না করে সে কথাও বলেন তিনি। সূত্র : রয়টার্স
স্থানীয় সময় (১৭ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টসের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি, দ্বিরাষ্ট্র সমাধান এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রশ্নের জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, এই চুক্তি সম্পন্ন হওয়া সবার স্বার্থের জন্য প্রয়োজন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের হামলায় ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।