ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য যাওয়ার সময় নৌকা ডুবে আট অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।
রোববার (১৫ সেপ্টেম্বর) ফরাসি পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ছয় শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ ১২ জন ডুবে মারা যাওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চ্যানেলটিতে ফের দুর্ঘটনা ঘটল।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে পাস-দে-ক্যালাইসের বোলোন-সুর-মেরের উত্তরে দুর্ঘটনায় পড়ে নৌকাটি। দুর্ঘটনার কবলে পড়ার আগেই ওই নৌকাটিকে সতর্ক করেছিলেন উদ্ধারকারীরা। এতে ৫০ জনের মতো আরোহী ছিলেন। উপকূল ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ডুবতে শুরু করে নৌকাটি।
ফরাসি কোস্টগার্ড বলেছে, নৌকাটি অ্যাম্বলেটিউস শহরের একটি সৈকতের দিকে যেতে দেখা গেছে। তবে উদ্ধারকারী দল সমুদ্র থেকে তাদের সহায়তা করতে পারেন।
সমুদ্র সৈকতের জরুরি পরিষেবাগুলো আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া, বোলোন-সুর-মের পাবলিক প্রসিকিউটর অফিস এ ঘটনায় তদন্ত শুরু করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র নৌকাডুবিতে প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ফরাসি কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্তের নেতৃত্ব দিচ্ছে।