Published : Friday, 13 September, 2024 at 11:58 PM
সাভারে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাইয়ের ৯ দফা দাবি প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাভার থানা ও পৌর শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাভার থানাধীন মডেল মসজিদ চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাভার থানার সভাপতি মাওলানা মো. আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব মো. ফারুক খান।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্টকে বাংলাদেশের ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না।
এ সময় বক্তারা দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে প্রধান উপদেষ্টার নিকট আহ্বান জানান এবং আগামীতে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।