গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয় ব্রিটিশ কূটনীতিককে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রুশ গোয়েন্দা বাহিনী ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে (এফএসবি) উদ্ধৃত করে রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এফএসবির দাবি তাদের কার্যকলাপ (ব্রিটিশ কূটনীতিকদের) রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। যে কারণে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে রাশিয়া।
কোন ছয় কূটনীতিকতে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি রাশিয়া। এ ছাড়া এ বিষয়ে যুক্তরাজ্য সরকারও এখনো কোনো মন্তব্য জানায়নি।
এদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধের ঝুঁকিতে ন্যাটোকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট পুতিন।
ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া প্রসঙ্গে বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে রুশ প্রেসিডেন্ট বলেন, এর মানে হলো ইউক্রেন যুদ্ধে ন্যাটো দেশগুলোর সরাসরি অংশগ্রহণ করা। এতে যুদ্ধের মৌলিক জায়গা ও গতিপ্রকৃতি বদলে যাবে।
পশ্চিমা বিশ্বের এ ধরনের সিদ্ধান্তকে হুমকি উল্লেখ করে পুতিন বলেন, যদি তা হয়, তবে আমরা আমাদের প্রতি তৈরি হওয়া হুমকিগুলোর ভিত্তিতে যথোপযোগী সিদ্ধান্ত নেব।
অন্যদিকে পুতিনের এমন বক্তব্যের বিষয়ে বর্তমানে ওয়াশিংটন সফরে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়াই এ সংঘাতের সূচনা করেছে। রাশিয়া অবৈধভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে। রাশিয়া এখনই এ যুদ্ধ থামাতে পারে।