Published : Thursday, 12 September, 2024 at 7:59 PM
আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এবার কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
আল জাজিরার খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া দাবি করেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বেশ কয়েকটি স্বল্পপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
চলতি সপ্তাহে শত্রু দেশগুলোর সাথে যুদ্ধের জন্য নিজেদের পারমাণবিক শক্তি পুরোপুরি প্রস্তুত রাখার প্রতিশ্রুতি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার এই প্রতিশ্রুতির কয়েক দিন পরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, তারা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে। উৎক্ষেপণের পর সেগুলো ৩৬০ কিলোমিটার (২২০ মাইল) উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমায় গিয়ে পড়ে।
পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘উস্কানিমূলক’ বলে আখ্যা দিয়েছে জাপান। দেশটির দাবি, রাশিয়ার বিশেষজ্ঞদের সাথে নিয়ে এই পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে।
উত্তর কোরিয়া এর আগে গত ১ জুলাই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। উৎক্ষেপণের পর তারা জানায়, তারা সফলভাবে সাড়ে ৪ টন ওজনের সুপার-লার্জ ওয়ারহেড বহনে সক্ষম একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।