Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল ■ খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া ■ তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই ■ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ■ দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ■ দু-এক দিনের মধ্যে সুখবর আসছে ■ সংলাপে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল
আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও এক শিশুর মরদেহ উদ্ধার
Published : Thursday, 12 September, 2024 at 6:41 PM

আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও এক শিশুর মরদেহ উদ্ধার

আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও এক শিশুর মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের চার বছরের মেয়েসহ একই  পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকার বাচ্চুর নিজ বাসা থেকে মরদেহগুলো উদ্ধার হয়।

এলাকাবাসীরা জানায়, দুপুরে এই এলাকায় বাচ্চু মিয়ার  মালিকানাধীন চতুর্থ তলার ভবন থেকে বাচ্চুর বড় ছেলে হিমেল চিৎকার করে এলাকাবাসীর সাহায্য চায়। তার বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। এসময় তারা বাচ্চুর দরজা ভেতর থেকে বন্ধ পায়। পরে দরজা ভেঙে ভেতরে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে বাচ্চুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

ফরিদা বেগম নামে এক প্রতিবেশী বলেন, সকাল বেলা স্বপ্না আমার সঙ্গে কথা বলে তার মেয়েকে নিয়ে বাড়ির পাশে স্কুলে নিয়ে যায়। ১০ টার দিকে মেয়েকে নিয়ে ফিরে আসে স্বপ্না। এ সময় বাচ্চু, তার স্ত্রী স্বপ্না ও ছোট মেয়ে বাসায় ছিল। পাশের রুমেই তাদের বড় ছেলে ঘুমাচ্ছিলো। হঠাৎ তাদের বড় ছেলে রুমের দরজার নিচ দিয়ে ধোঁয়া বের হতে দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে। তার চেঁচামেচিতে স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে বাচ্চু, তার স্ত্রীসহ ছোট সন্তানকে বিছানার ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সে সময় বিছানার জাজিমে আগুন থেকে ধোঁয়া বের হচ্ছিল।

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে বাচ্চু ও তার স্ত্রীর মধ্যে কোন ঝামেলা হয়েছিল। এ কারণে কক্ষের ভেতর তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনাস্থলে উপস্থিত হন র‍্যাবের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন। 

জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

দেশসংবাদ/এমএইচ/এমএটি




আপনার মতামত দিন
বুধবার রাজধানীর যেখানে যাবেন না
দেশসংবাদ ডেস্ক
Wednesday, 4 December, 2024
মঙ্গলবার রাজধানীতে যেসব দোকান-পাট বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 3 December, 2024
বর্জ্য নিষ্কাশনে ডেঙ্গুঝুঁকি ৫০% কমে
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 December, 2024
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 December, 2024
শনিবার রাজধানীর যেখানে যাবেন না
দেশসংবাদ ডেস্ক
Saturday, 30 November, 2024
রাজউকের ৫ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Friday, 29 November, 2024
রাজধানীর প্রধান সড়কে চলবে না অটোরিকশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 28 November, 2024
মঙ্গলবার রাজধানীর যেখানে যাবেন না
দেশসংবাদ ডেস্ক
Tuesday, 26 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up