Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আমু-কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের ■ মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ ■ বাংলাদেশ কঠিন সময় পার করছে, ঐক্যবদ্ধ থাকতে হবে ■ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না ■ ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব ■ ৬৯ কারাগারের ১৭টিই ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ পলাতক ৭০০ বন্দি ■ চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন, যা বললো যুক্তরাষ্ট্র
মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
Published : Wednesday, 11 September, 2024 at 11:30 PM

মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী গরু বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় ১০থেকে ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বিএনপি নেতা মোফাজ্জল হোসেন (৩৫), শাহ জাহান (৪৫), সাইফুল ইসলাম (৫৩), যুবদল নেতা জুয়েল (৪৫), জুয়েল রানা (৪২), ছাত্রদল নেতা শাহিন ফরাজী (২২), সাব্বির (২৩), সাদ্দাম হোসেন (২৮), প্রণয় ফরাজী (২২) ও নূর উদ্দীনের (৩৫) নাম পাওয়া গেছে। এদের মধ্যে মোফাজ্জলের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় নেতাকর্মীদের ১০-১২টি মোটরসাইকেল পুড়ানো হয়েছে। এ ছাড়া আরও ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নুল আবেদীনের এক কর্মীকে মারধর করেন সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল গ্রুপের লোকজন। এ ঘটনায় আজ বুধবার দুপুরে মনোহরদী বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভার আয়োজন করেন জয়নুল গ্রুপের সমর্থকরা। সভা চলাকালে বকুল গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা পালিয়ে যান। এতে ১৫ জন নেতাকর্মী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, এটা সম্পূর্ণ ইজারা নিয়ে গন্ডগোল। আমি শুনেছি গণি ফরাজী তার দলবল নিয়ে বাজারের ইজারাদারদের ওপর হামলা চালায়। একজন ইজারাদারের মাথায় চায়নিজ কুড়াল দিয়ে কোপ দিয়েছে। ইজারাদারকে কোপ দেওয়ার পর সকল ইজারাদার মিলে ওদের ওপর হামলা করে।

তবে শুকুন্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গণি ফরাজী বলেন, আমাদের শান্তিপূর্ণ সভা চলাকালে বকুল গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় ১০-১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। হামলায় আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, আমরা খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
গাজীপুরে ৪ বাসে আগুন দিয়েছেন শ্রমিকরা
গাজীপুর প্রতিনিধি
Saturday, 30 November, 2024
বেতন পেলেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক
Friday, 15 November, 2024
চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক
Friday, 15 November, 2024
ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
Wednesday, 13 November, 2024
গাজীপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
Monday, 11 November, 2024
বাস ভাড়া কমানোর দাবিতে ‘মশাল মিছিল’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Sunday, 10 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up