Published : Wednesday, 11 September, 2024 at 9:24 AM
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে যুক্তরাজ্য ও ইউরোপে ইরানের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। খবর বিবিসি
ইরানের ওপর এমন এক সময় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন লন্ডন সফরে রয়েছেন। নিষেধাজ্ঞার মধ্যে আরও রয়েছে ভ্রমণ বাতিল এবং সম্পদ জব্দ করা।
ব্লিঙ্কেন বলেন, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য রাশিয়া ইরানের সামরিক বাহিনীর কাজ থেকে প্রশিক্ষণ নিচ্ছে। যার ফলাফল চলতি সপ্তাহে দেখা গেছে। তবে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা অস্বীকার করেছে ইরান।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন জোর দিয়ে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক রেজুলেশন ভঙ্গ করে রাশিয়া ইরান ও উত্তর কোরিয়ার সহযোগিতা নিয়ে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে।