শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে মোমিন রোডের চেরাগী পাহাড় মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের একটি প্রতিমাবাহী গাড়িতে পানি ঢেলে দেয় একদল দুর্বৃত্ত। এর আগে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়েছিল। তারা এর স্থায়ী প্রতিকার চান।
এর আগে ফেসবুকে ঘোষণা দিয়ে চেরাগীর মোড়ে জড়ো হয়েছিলেন তারা। তারপর একে একে নগরের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন হিন্দু ধর্মাবলম্বীরা।
তারা বিক্ষোভ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ শুরু করে দেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌছান।
জানতে চাইলে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নওশের কোরেশী গণমাধ্যমকে বলেন, হিন্দুদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।