Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল ■ খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া ■ তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই ■ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ■ দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ■ দু-এক দিনের মধ্যে সুখবর আসছে ■ সংলাপে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল
ফের গাজী টায়ার কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ
Published : Friday, 6 September, 2024 at 7:08 PM

আবারো লুটপাট হয়েছে সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগী
তৃতীয় দফায় গাজী টায়ার কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ

তৃতীয় দফায় গাজী টায়ার কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ

র গাজীর কারখানা গাজী টায়ারে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওই কারখানাটিতে এর আগেও লুটপাট করে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এই নিয়ে তিন দফা লুটপাট ও আগুনের ঘটনা ঘটেছে কারখানাটিতে। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত গাজী টায়ার কারখানায় প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করতে থাকে। এ সময় কারখানার বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ ও লোহার টুকরা লুট করে নিয়ে যেতে দেখা যায় তাদের। তখন এদেরই একটি অংশ গাজী টায়ার কারখানার ভেতরে ওয়েস্টেজ সেকশনে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। 

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় এই কারখানায়। এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর আজ (শুক্রবার) তৃতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রুপসী এলাকার বাসিন্দা খোরশেদ আলম বলেন, আমার বাসা থেকে আগুনের ধোঁয়া দেখে দৌড়ে আসি। এসে দেখি ৪০ থেকে ৫০ জনের মতো লোক লোহার জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এখানকার সিকিউরিটি ও আমরা এলাকাবাসী কয়েকজনকে ধরে বেঁধে রেখেছি। 

সিকিউরিটি হাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার পূর্ব পাশের কাঁটা তার ভেঙে বেশ কিছু লোক মিক্সিং ভবনে ঢুকে লোহার বিভিন্ন জিনিস নিয়ে যায়। কিছুদিন আগেও এই ভবনে আগুন লেগে কত মানুষ মারা গেল। কিন্তু এরপরও তাদের ভেতরে ভয় নাই। আবারও এই কারখানায় লুটপাট করতে ঢুকে পড়ল। আমরা কয়েকজনকে ধরেছি। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
গাজীপুরে ৪ বাসে আগুন দিয়েছেন শ্রমিকরা
গাজীপুর প্রতিনিধি
Saturday, 30 November, 2024
বেতন পেলেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক
Friday, 15 November, 2024
চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক
Friday, 15 November, 2024
ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
Wednesday, 13 November, 2024
গাজীপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
Monday, 11 November, 2024
বাস ভাড়া কমানোর দাবিতে ‘মশাল মিছিল’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Sunday, 10 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up