Published : Thursday, 5 September, 2024 at 9:49 AM
রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এতে অংশ নেবেন।
জানা গেছে, এদিন দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা শহিদদের কবর জিয়ারত করবেন। একইসঙ্গে শহিদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।