Published : Thursday, 5 September, 2024 at 8:57 AM
সংবাদ সম্মেলনে আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নির্বাচন ভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে।
এরই মধ্যে নির্বাচন কমিশনারের পদত্যাগের গুঞ্জন চাউর হয়েছে। এ বিষয়ে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন কিছুই বলব না। (বৃহস্পতিবার) ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব।
রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন, এমন প্রশ্নে তিনি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। সিইসির এসব বক্তব্যের পর আজ সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে মনে করছেন অনেকে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। এই কমিশনের মেয়াদ পাঁচ বছর।