Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
শিশু কল্যাণ প্রাথমিক শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
Published : Wednesday, 4 September, 2024 at 5:32 PM

শিশু কল্যাণ প্রাথমিক শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

শিশু কল্যাণ প্রাথমিক শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

শিশু কল্যাণ ট্রাস্টের আওতাধীন পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসরকালীন ভাতা চালু ও পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীরা।

বুধবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাইসহ পরিচালকের অপসারণের দাবিতে নানা স্লোগান দেন। 

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি সায়মা খন্দকার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত সমগ্র বাংলাদেশের ২০৪টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে। অদ্যবধি উক্ত বিদ্যালয় গুলো থেকে ১১৫ জন শিক্ষক ও কর্মচারী অবসরে গেছেন কিন্তু কোন ধরণের অবসরকালীন ভাতা প্রাপ্য না হয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবার সহ যারা জীবিত আছেন তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

তিনি আরও বলেন, ইতি পূর্বে শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক আবুল বাশারের নৌ ও পরিবহন মন্ত্রনালয় বদলি হলেও আওয়ামী লীগের ছত্র ছায়ায় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রির আস্থাভাজান থাকায় উক্ত আদেশ বাতিল করে শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালকের দায়িত্বে বহাল থাকেন। যে সকল শিক্ষক ও কর্মচারীগণ নিজেদের অধিকার রক্ষার্থে পরিচালকের সাথে যোগাযোগ করেছেন তাদেরকে অন্যায়ভাবে এক বিভাগ থেকে অন্য বিভাগে শাস্তিমূলক বদলি করেছেন এবং শিক্ষকদের চাকরি থেকে ছাটাই ও বিদ্যালয়ে পূর্ব নোটিশ ব্যতিত অনেকের বেতন স্থগিত রেখেছেন বলেও অভিযোগ করেন এই সভাপতি।

পরিচালকের পদত্যাগ দাবি করে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত তরিকুল ইসলাম বলেন, আমাদের যে তিনটি দাবি আছে আগামী ২৪ ঘন্টার মধ্যে তা যদি কর্তৃপক্ষ মেনে নেন তাহলে শান্তিপূর্ণ আন্দোলন থেকে আমরা চলে যাবো। দাবি মানা না হলে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তিনি।

এ সময় বিক্ষোভ সমাবেশে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শতাধিক শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার
জবি প্রতিনিধি
Monday, 13 January, 2025
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
নিজস্ব প্রতিবেদক
Monday, 13 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up