বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে আসা দুজন লোক পালোনোর সময় সারওয়ার আলম ও রাশেদ বাধা দিতে গেলে তাদের ছুরি দিয়ে গুরুতর আঘাত করে পালিয়ে যায় চোররা। আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“লাশের সুরতহাল প্রস্তুত করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য চট্টগ্রাম মেডিকেলে মেডিকেলে পাঠানো হয়েছে।"
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে ওসি তোফোয়েল বলেন, মামলা প্রক্রিয়াধীন আছে।
চীনের নির্মাণ প্রতিষ্ঠান সেপকো থ্রি এর সঙ্গে যৌথ উদ্যোগে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গোপসাগরের তীরে ১ হাজার ৩২০ মেগাওয়াটের এসএস পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ।