Published : Sunday, 1 September, 2024 at 9:45 AM, Update: 01.09.2024 12:50:49 PM
গোপালগঞ্জের কাশিয়ানিত বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন। তাৎক্ষণিতভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার সকাল ৭টা ৪০ মিনিটে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকার গেরাখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সজিব মোল্লা। তিনি জানান, বাসের চাকা ব্লাস্ট হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন।
ফায়ার ফাইটার সজিব মোল্লা জানান, ইমাদ পরিবহন একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। এ সময় মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকার গেরাখোলা ব্রিজের কাছে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়ার খবর পাওয়া যায়। এখনো পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ২০ জনের বেশি হবে।
তিনি আরও বলেন, সকাল ৭টা ৪০ মিনিটে ফায়ার স্টেশনে খবর আসে। ঘটনাস্থলে ৮টা ৯ মিনিট থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজ চলছে।