সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শনিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্ত পথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেন। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যান।
এ বিষয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার মুহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়েই দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ শাহিদাদ এলাকায় রেখে পালিয়ে যান।