খাবার বিতরণের সময় ধসে পড়লো গীর্জার ছাদ। প্রাণ গেলো কমপক্ষে ২ জনের। ব্রাজিলের উপকূলীয় শহর রেসিফে হয়েছে এই দুর্ঘটনা। সূত্র: রয়টার্স
প্রতিবেদনে বলা হয়, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দৃশ্যটি। দেখা যায়, হঠাৎ-ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভবনের টিনের চাল। সাথে সাথেই চাপা পড়ে অনেকে।
পার্নামবুকো রাজ্যের ভাইস-গভর্নর প্রিসিলা ক্রাউস বলেছেন, ধসের পরে প্রায় ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, অতিরিক্ত প্রাণহানির ঘটনার কোন তথ্য এখন-ও পাওয়া যায়নি।
ধ্বংসস্তূপের মধ্যে কেউ চাপা পড়ে থাকতে পারে, এমন ধারণায় চলছে অনুসন্ধান। তবে আরও কোনো হতাহত উদ্ধারের সম্ভাবনা নেই বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।