ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। ৩৫ বছর বয়সী এই ভারতীয় সংগঠক এখন আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান।
মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আজ মনোনয়ন জমা দেয়ার শেষদিন। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি।
তৃতীয়বারের জন্য আইসিসির চেয়ারম্যান হতে চাননি সংস্থাটির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আগামী নভেম্বর মাসে তার মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী চেয়ারম্যানকে হবেন তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিলো। সে দৌড়ে এগিয়ে ছিলেন জয়।
ভারত থেকে এর আগে যে চারজন আইসিসির চেয়ারম্যান হয়েছেন, তারা হলেন- জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর। পঞ্চম চেয়ারম্যান হলেন জয়।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র ছেলে জয় শাহ বর্তমানে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় বোর্ডের দায়িত্ব ছেড়ে আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব গ্রহণ করবেন তিনি। আগামী ছয় বছর তিনি এই পদে বহাল থাকবেন।
আইসিসিকে দেয়া প্রতিক্রিয়ায় জয় বলেন, আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করবো। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেইসঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করবো আমরা।