সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। তার বিশেষ অঙ্গ আঘাতপ্রাপ্ত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। পরে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। আগেই আমাকে জেলার জানিয়েছিলেন সাবেক বিচারপতি ইঞ্জুর। তার অস্ত্রোপচার লাগতে পারে। তাই আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি।
পরে আমাদের সার্জনরা অস্ত্রোপাচার করেন, এখন তিনি ভালো আছেন। বয়স্ক মানুষ তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। এ ছাড়া তার হার্টে বাইপাস সার্জারি রয়েছে।
এ ব্যাপারে সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) সগির মিয়া গণমাধ্যমকে জানান, কারাগারে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষাকালে আঘাত চিহ্নিত হয় এবং রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।