ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙে গেছে সেতু।
বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার গাজীর বাজারের জাজিরপুর এলাকার এই সেতুটি ভেঙে যায়। এতে আখাউড়া-আগরতলা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে সেতুটি ছিল অস্থায়ী।
স্থানীয় লোকজন ও প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। বুধবার সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে পুরো স্থলবন্দর এলাকা পানিতে প্লাবিত হয়। এত বন্ধ হয়ে যায় বন্দরের যাত্রী পারাপার ও আমদানি-রপ্তানির কাজ। সেই পানির তোড়ে ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী এই বেইলি সেতু।
এর আগে, খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। সেই থেকে বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ ৩৪টি গ্রামে পানি ঢোকে। এতে ঘরবন্দি হয়েছে সেইসব গ্রামের ৩৪টি গ্রামের ৫২০টি পরিবার।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন।
এ ব্যাপারে গাজালা পারভীন রুহি বলেন, পানিতে উপজেলার ৩৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫২০টি পরিবারের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করেছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেয়া হয়েছে। তবে দ্রুত যান চলাচলের উপযোগী করা যাবে না। তিনি বলেন, এ ছাড়াও উপজেলার বিভিন্ন পুকুরের মাছ ভেসে গেছে। হিসাব না করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না।