সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে অভিযান শুরু করবে বাংলাদেশ। গত আসরের ফাইনালে খেলা দলটির সামনে প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়ার। জয় দিয়ে আসর শুরু করতে চান লাল-সবুজদের প্রধান কোচ মারুফুল হক।
মঙ্গলবার (২০ আগস্ট) নেপালের দশরথ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলবে ২২ আগস্ট স্বাগতিক নেপালের সঙ্গে। সবগুলো ম্যাচই হবে বিকেল সোয়া ৪টায়। ২৫ ও ২৬ আগস্ট সেমিফাইনাল এবং ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে।
ম্যাচের আগেরদিন লাল-সবুজদের কোচ মারুফুল হক বললেন, নেপাল আসার আগে আমরা বলেছিলাম ফাইনাল খেলতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই। যেহেতু এই দলটা গত আসরে ফাইনাল খেলেছিল তাই প্রত্যাশাও বেশি। গত দুই সপ্তাহ খেলোয়াড়দের মধ্যে কঠোর পরিশ্রম, ত্যাগ এবং উৎসর্গ দেখেছি, তাতে মনে হয়েছে এখন পর্যন্ত আমরা সঠিক পথেই আছি।
‘আগামীকাল আমাদের প্রথম ম্যাচ। ইতিমধ্যেই আমরা শ্রীলঙ্কার ম্যাচ দেখেছি, তাদের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করেছি। সে অনুযায়ী কাটাছেরা করে নিজেদের পরিকল্পনা সাজিয়েছি।’
‘যেহেতু প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ, তাই আমরা জয় দিয়ে শুরু করতে চাই। যেহেতু আমাদের লক্ষ্য ফাইনাল বা চ্যাম্পিয়ন হওয়া, তাই প্রথম ম্যাচে জয়ের বিকল্প নেই।