Published : Friday, 16 August, 2024 at 7:15 PM, Update: 16.08.2024 7:19:04 PM
ভূয়া মুক্তিযোদ্ধাদের সনাক্তকরণ ও সনদ বাতিল এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার দায়ে খুনী হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি।
শুক্রবার (১৬ আগষ্ট) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান লায়ন মো. সামসুদ্দিন পারভেজ ভূয়া মুক্তিযোদ্ধাদের সনাক্তকরণ ও সনদ বাতিলের জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের জানা মতে বাংলাদেশে মোট মুক্তিযোদ্ধা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব মিলিয়ে একলক্ষ একত্রিশ হাজার আটশত, অথচ বিগত ফ্যাসিস্ট সরকার নিজের স্বার্থে ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সংখ্যা প্রায় দুই লক্ষ অতিক্রম করেছে। তাদের সতের বছরের শাসনামলেও মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করতে ব্যর্থ হয়েছেন। মুক্তিযোদ্ধাদের তালিকা করার নামে তারা প্রায় দশ কোটি টাকা হরিলুট করেছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্টের হুমকি হিসেবে তিনি আখ্যায়িত করেন।
লায়ন মো. সামসুদ্দিন পারভেজ বলেন. পিলখানা হত্যা, হেফাজতে ইসলামি গণহত্যা, সাংবাদিক সাগর রুনি হত্যা, সর্বোপরি সারা দেশব্যাপি যত গুম-খুনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল হত্যা একই সূত্রে গাঁথা। এই সব হত্যাকান্ডের হুকুমদাতা ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং খুনী হাসিনাকে এইসব গণহত্যার দায়ে বিশেষ ট্রাইবুনাল গঠন করে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব মোহাম্মদ আবু হানিফ বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অন্তত সাত বার মুক্তিযোদ্ধাদের তালিকা সংযোজন বিয়োজন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভূক্তির ক্ষেত্রে বয়স-সংজ্ঞা ও মানদন্ড পাল্টেছে এগার বার। স্বাধিকার আন্দোলনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। কিন্তু সাবেক স্বৈরাচারী সরকার নিজের স্বার্থ হাছিলের জন্য স্বাধীনতার পরেও জন্ম নেয়া দলীয় নেতা কর্মীদের ভূয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলংকৃত করেছে। গত ষোল বছরে বিচার বহির্ভূত যত হত্যাকান্ড হয়েছে পিলখানা সহ সে সকল হত্যাকান্ডের খুনী ও তাদের দোসরদের বিচারের আওতাভুক্ত করার জোড় দাবী জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, এরশাদুর রহমান, যুগ্ম মহাসচিব আবু ইউসুফ সুমন, লায়ন উমার রাযী, জাফর ইকবাল সহকারি মহাসচিব মো. জামাল হোসেন, আবু সাঈদ, ইসরাফিল হোসেন, মঞ্জুর আলম, ইমাম হোসেন, সোহেল মিয়া, মোয়াজ্জেম হোসেন, সামসুল ইসলাম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।