Published : Wednesday, 14 August, 2024 at 10:56 PM
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২৮তম থেকে ৪২ তম বিসিএস পর্যন্ত নিয়োগের সুপারিশ পেয়েছিল কিন্তু নিয়োগ পাননি, এরকম ২৫৯ জনকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন তারা।
বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে এসব নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে এদেরকে যোগদান করতে হবে। ক্যাডার নিয়োন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করবেন।
নির্ধারিত তারিখে যোগদান না করলে তারা চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।