Published : Sunday, 11 August, 2024 at 10:33 AM, Update: 11.08.2024 12:14:20 PM
২০১৮ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ইউনিভার্সিটি টিসার্চ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর মহাসচিব ড. মোরশেদ হাসান খান পত্রিকাতে একটি নিবন্ধ ‘জ্যোতির্ময় জিয়া’ লিখার অপরাধে সে বছরের (২ এপ্রিল) তৎকালীন বিশ্ববিদ্যালয় আওয়ামী দল দাস প্রশাসন তাকে অবৈধভাবে চাকরিচ্যুত করে।
শুধু তাই নয় তাকে ২৪ ঘন্টার নোটিসে তার শিশু কন্যা ও অসুস্থ স্ত্রী পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের বাসস্থান থেকে বের করে দেয়া হয়।
এর পরে তিনি চাকুরী ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন এবং তাকে চাকরি থেকে অপসারণের আদেশ কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাই কোর্ট। পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৩ সালের ১৪ ডিসেম্বর সে মামলা নিষ্পত্তি হয়।
এ রায়ের পরিপ্রেক্ষিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর মার্কেটিং বিভাগে যোগদানের আবেদন করেন প্রফেসর মোর্শেদ হাসান খান। এদিকে অর্ধ যুগ পর ড.খান কর্মস্থলে ফেরায় তার সহকর্মী,ছাত্র,বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন।
দেশ সংবাদ পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।