Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিএসএমএমইউর নতুন ভিসি ■ আমু-কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের ■ মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ ■ বাংলাদেশ কঠিন সময় পার করছে, ঐক্যবদ্ধ থাকতে হবে ■ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না ■ ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব ■ ৬৯ কারাগারের ১৭টিই ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ পলাতক ৭০০ বন্দি
দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী মৃত্যু
Published : Saturday, 10 August, 2024 at 11:53 AM

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাহুল ইসলাম মারা গেছেন

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাহুল ইসলাম মারা গেছেন

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাহুল ইসলাম (১৮) মারা গেছেন। শুক্রবার (৯ আগস্ট) রাতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাহুল ইসলাম সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুরশাই মহারাজপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ও রানীগঞ্জ এহিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

রাহুলের বড় ভাই জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে মিছিলে ছিল রাহুল। ওই দিন দুপুরে দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আর পৌরসভার রেলক্রসিং এলাকায় অবস্থান নেয় পুলিশ। 

হঠাৎ পুলিশ আন্দোলনকারীদের দিকে গুলি ছুঁড়লে আহত হয় রাহুল। দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শরীর থেকে গুলি বের করেন চিকিৎসকরা। কয়েকদিন পর হাসপাতাল থেকে রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। গত বুধবার বিকেলে তার শ্বাসকষ্ট শুরু হলে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রাহুলের মৃত্যু হয়।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক মাহবুব মোর্শেদ বলেন, রাহুলের ঊরুতে গুলির চিহ্ন রয়েছে। তার শ্বাসকষ্ট ছিল। গত বুধবার রাতে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার রক্তচাপ খুব কম ছিল, শরীরে জ্বরও ছিল। এছাড়া মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছিল। শুক্রবার সন্ধ্যার পরে তিনি মারা যান।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
শীতের হিমেল হাওয়ায় কাঁপছে হিমালয়কন্যা
পঞ্চগড় প্রতিনিধি
Sunday, 1 December, 2024
শীতে কাপছে তেঁতুলিয়া, তাপমাত্রা কত?
পঞ্চগড় প্রতিনিধি
Thursday, 28 November, 2024
কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬
কুড়িগ্রাম প্রতিনিধি
Sunday, 24 November, 2024
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
Thursday, 21 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up