Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সিকদার গ্রুপের ১৫টি প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ ■ একসঙ্গে ৬ ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেলো একজনের ■ বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা ■ দ্রুত নির্বাচন না হলে জনগণের মনে প্রশ্ন দেখা দেবে ■ এবার স্ত্রীকেও ‘হারাচ্ছেন’ বাশার আল-আসাদ ■ কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়কে অবরোধ ■ স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে মামলা
রাবি উপাচার্যসহ ২৯ প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ
Published : Thursday, 8 August, 2024 at 7:05 PM

রাবি উপাচার্যসহ ২৯ প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ

রাবি উপাচার্যসহ ২৯ প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা ঊর্ধ্বতন ২৯ প্রশাসক ও কর্মকর্তা পদত্যাগ করেছেন। উপাচার্য অধ্যাপক তাপুসহ অধিকাংশই পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ’ উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী অন্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম, হিসাব পরিচালক ড. শামসুল আরেফিন, ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কোয়ালিটি এসিউরেন্স সেলে পরিচালক ড. দুলাল চন্দ্র রায় এবং সহপরিচালক ড. মশিউর রহমান ও ড. আব্দুর রশিদ সরকার।

অন্যদের মধ্যে কলেজ পরিদর্শক অধ্যাপক শহিদুল আলম, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান গবেষণাগারের পরিচালক সায়েদ মুস্তাফিজুর রহমান, টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মিজানুর রহমান খান, বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক সাখাওয়াত হোসেন, রাকসু কোষাধ্যক্ষ ড. জাফর সাদিক, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান, শহীদ মীর আব্দুল কাইয়ুম আন্তর্জাতিক ডরমিটরির ওয়ার্ডেন আতাউর রহমান (আতাউর রাজু) পদত্যাগ করেছেন।

এছাড়া প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রক্টরিয়াল বডির সকল সদস্য পদত্যাগ করেছেন। সহকারী প্রক্টররা হলেন ড. মাহফুজুর রহমান, ড. পুরনজিত মহালদার, ড. হাকিমুল হক, ড. জহুরুল আনিস, ড. সাইকা কবির মিতু, ড. হামিদুল হক, ড. জাকির হোসেন, ড. কনক পারভেজ, ড. রতন কুমার, ড. কামরুজ্জামান ও ড. আল মামুন।

এদিকে, দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষা-কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ভার্চুয়ালি জরুরি সিন্ডিকেট সভা করেছে প্রশাসন। এতে রাষ্ট্রপতি ও আচার্যের নির্দেশ পেলেই দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু সিদ্ধান্ত হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সরকারের কাছে ৫ দাবি বুয়েট শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 December, 2024
লটারিতে বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ বালকের!
গাইবান্ধা প্রতিনিধি
Tuesday, 17 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up