Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামি রিমান্ডে ■ হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ■ সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর রিমান্ডে ■ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের ■ সরকারকে চাপে ফেলতে ইজতেমা মাঠে হত্যাকাণ্ড ■ বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো নির্বাচন কমিশন ■ শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ফেনীতে নদীর বাঁধ ভেঙে ১২ গ্রাম প্লাবিত
Published : Friday, 2 August, 2024 at 10:59 PM

ফেনীতে নদীর বাঁধ ভেঙে ১২ গ্রাম প্লাবিত

ফেনীতে নদীর বাঁধ ভেঙে ১২ গ্রাম প্লাবিত

টানা দুই দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার ২২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে পরশুরাম উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিন স্থানে ভেঙে অন্তত ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। 

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পরশুরামের শালধর এলাকায় মুহুরী নদীর বাঁধ, বিকেল ৪টার দিকে বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর এলাকায় কহুয়া নদীর বাঁধ, বিকেল সাড়ে ৪টার দিকে মির্জানগর ইউনিয়নের পশ্চিম মির্জানগরের বেড়িবাঁধ ভেঙে ৩ ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। 

গত মাসে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মুহুরী নদীর বাঁধে একাধিক স্থানে ভেঙে অন্তত ৪৬টি গ্রাম প্লাবিত হয়। কিন্তু, পানি উন্নয়ন বোর্ড বন্যার পর ভাঙনকবলিত স্থানগুলো নামমাত্র মেরামত করায় আবারও ভাঙনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। 

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেছেন, টানা দুই দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে মুহুরী ও কহুয়া নদীর পানি বেড়ে বিপৎসীমার ২২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল সাড়ে ১১টার দিকে পরশুরামের শালধরে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। বিকেল ৪টার দিকে কহুয়া নদীর পানি বেড়ে টেটেশ্বরে আরেকটি বাঁধ ভেঙে যায়। 

চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বারবার লোকালয় প্লাবিত হচ্ছে। এক মাস আগে ভেঙে যাওয়া বাঁধ সংস্কারে গড়িমসি করার কারণে আবারও একই স্থানে ভাঙন দেখা দিয়েছে। সকাল থেকে পাউবোর কোনো কর্মকর্তাকে ভাঙন এলাকায় দেখা যায়নি। আজ সকাল ১১টার দিকে শালধরে বাঁধ ভেঙে আমার ইউনিয়নের মালিপাথর,পাগলিরকুল, দক্ষিণ শালধর গ্রাম পানিতে ডুবে গেছে। 

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেছেন, টানা বর্ষণে পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত তিনটি ইউনিয়নে ভাঙনের খবর পেয়েছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ফেনীর উচ্চ পর্যবেক্ষক সালেহ আহাম্মদ বলেছেন, ফেনীতে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিনেও ফেনীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
আইনজীবী আলিফ হত্যা : তদন্ত কমিটির পদত্যাগ
চট্টগ্রাম ব্যুরো
Sunday, 22 December, 2024
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
Friday, 20 December, 2024
সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 11 December, 2024
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ
কক্সবাজার প্রতিনিধি
Wednesday, 11 December, 2024
চট্টগ্রামের কার্টন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 7 December, 2024
আইনজীবী হত্যায় সেই চন্দন ও রিপনের রিমান্ড
চট্টগ্রাম প্রতিনিধি
Friday, 6 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up