বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল ঘিরে রাজধানীর সায়েন্সল্যাব-নিউমার্কেট এলাকায় পুলিশ, শিক্ষার্থী এবং সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা ত্রিমুখী অবস্থান তৈরি করছেন। এর মধ্যে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে, পুলিশ এলিফ্যান্ট রোডে এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকারম ও সায়েন্সল্যাব এলাকার মিছিল করে তারা। এতে সাধারণ মানুষও যোগ দেন।
দুপুরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু করে বিক্ষোভকারীরা। এ সময় মিছিলটি পল্টন মোড় ও প্রেসক্লাব হয়ে শাহবাগের দিকে যায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এ সময় আন্দোলনকারীরা ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর মিছিলটি নিয়ে তারা আবার প্রেসক্লাবে অবস্থান নেয়।
জুমার নামাজের পর রাজধানীর সায়েন্সল্যাব এলাকায়ও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। তাদের সাথে শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেয়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সায়েন্সল্যাবে অবস্থান করছে। এ সময় গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এতে যানচলাচল বন্ধ হয়েও পড়ে।
সায়েন্স্যলাবে শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ, সরকারদলীয় সংগঠনও অবস্থান করছে। ত্রিমুখী অবস্থানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, আজ জুমার নামাজের আগেই সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের গাড়ি ও সাঁজোয়া যানের অবস্থান ছিল। ধানমন্ডির স্টার হোটেলের সামনে বিজিবির একটি গাড়িও দেখা যায়।
দুপুর থেকেই সায়েন্স ল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে তারা 'ভুয়া', 'ভুয়া' বলে স্লোগান দেন। তবে পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের গতকাল রাতে তাদের নয় দফা দাবি আদায়ের জন্য জুমার নামাজের পর গণমিছিলসহ আজকের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
সব মসজিদ, মন্দির ও গির্জায় নিহত ছাত্রদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান তিনি। এসময় তিনি বাংলাদেশের সব নাগরিককে এ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান।