Published : Friday, 2 August, 2024 at 2:38 PM, Update: 02.08.2024 3:04:45 PM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় হতাহতের ঘটনার বিচার দাবি ও গ্রেপ্তারদের মুক্তি ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এসময় সায়েন্স ল্যাবসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
এসময় পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। এছাড়াও শিক্ষার্থীরা ‘আমার ভাইকে মারলো কেনো, পুলিশ তুমি জবাব দাও’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’— এমন বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এর আগে, জুমার নামাজের আগে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হলেও অন্যান্য সময়ের মতো ভিড় নেই। এর আশপাশের নিউমার্কেট, পুরো এলিফ্যান্ট রোড এলাকাও অনেকটা ফাঁকা। এর মধ্যে সাইয়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে ও মিরপুর সড়কে পুলিশ এবং এলিফ্যান্ট রোডে বিজিবি সদস্যদের অবস্থান দেখা যায়।
অন্যদিকে, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, মার্কেট খুললেও তেমন একটা ক্রেতার দেখা নেই বলে জানিয়েছেন দোকানি ও ব্যবসায়ীরা।