Published : Thursday, 1 August, 2024 at 11:26 PM, Update: 01.08.2024 11:43:16 PM
গেলো কয়েকদিনের সহিংসতার তদন্তে জাতিসংঘের সহায়তা নিয়ে আলোচনা শুরু করেছে সরকার। তবে এখনই যে জাতিসংঘের কোনো সহায়তা নেওয়া হচ্ছে না, তারই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র-সচিব। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান।
ঘটে যাওয়া সহিংসতা তদন্তে বাংলাদেশ জাতিসংঘের সহায়তা চায় কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র-সচিব বলেন, ‘আজ আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা বলেছি, আমাদের যে বিচারবিভাগীয় তদন্ত কমিটি আছে, তাদের কাজের সহায়তার জন্য কারো যদি নির্দিষ্ট কোনো অফার থাকে তবে তা নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। জাতিসংঘের সঙ্গেও আলোচনা শুরু করেছি।’
তিনি আরো বলেন, ‘কেমন ধরনের সহায়তা তারা করতে পারবে সেটা নিয়ে আলোচনা চলছে। জাতিসংঘ নির্দিষ্টভাবে কিছু বলেনি। একটা ঢালাও প্রস্তাব দিয়েছে। আমরা তাদের সঙ্গে আরও আলাপ আলোচনা করব।’