প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্টে প্রথম ম্যাচে হেরে আসর শুরু করেছিল স্বর্ণের অন্যতম বড় দাবিদার আর্জেন্টিনার। তবে মরোক্কোর কাছে প্রখম ম্যাচ হারার পর আলবিসেলেস্তেরাদের সেই স্বপ্নে কিছুটা হলেও ধাক্কা লাগে। অবশ্য পরের দুই ম্যাচ জিতে সেই ধাক্কা অল্পতেই আটকে রেখেছে আর্জেন্টিনা। যার ফলে হাভিয়ের মাশ্চেরানোর দলের স্বর্ণ জয়ের স্বপ্ন আপাতত অক্ষতই রইলো।
মঙ্গলবার (৩০ জুলাই) ফ্রান্সের লিঁয়ন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল ইউক্রেনকে ২-০ গোলে পরাজিত করে প্যারিস অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে।
থিয়াগো আলমাদা এবং ক্লাওদিও এচেভেরির গোলের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়, যা আর্জেন্টিনাকে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। ইরাককে ৩-০ গোলে হারিয়ে মরোক্কো গ্রুপের প্রথম স্থান দখল করেছে।