লড়াইটা ২০ বছরের। তবে নিজের সেরা সময় পার করে এসেছেন রাফায়েল নাদাল। তবুও নোভাক জোকোভিচের সঙ্গে লড়াইটা জমজমাট হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সেটি হলো না। তাকে হারিয়ে প্যারিস অলিম্পিকে তৃতীয় রাউন্ডে উঠলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।
পরপর দুই সেটে হেরেছেন নাদাল। প্রথম সেটে ৬-১ গেমে হারের পর দ্বিতীয় সেটে দুর্দান্ত কামব্যাক করেও স্প্যানিশ টেনিস তারকা হেরেছেন ৬-৪ গেমে।
এতে প্যারিস অলিম্পিকের টেনিস একক থেকে বিদায় নিয়েছেন নাদাল। তৃতীয় রাউন্ডে উঠে গেছেন জকোভিচ। এমনকি মুখোমুখি লড়াইয়েও এগিয়ে গেছেন ৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা জকো। দু’জনের ৬০ বারের দেখায় জকোর পক্ষে গেছে ৩১ ম্যাচ।
সোমবার প্যারিসের কোর্ট ফিলিপে কার্টিয়ারে প্রথম সেটে শোচনীয় হারের পর দ্বিতীয় সেটে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েন নাদাল। সেখান থেকে দারুণ কামব্যাকে ৪-৪ করে ফেলেন তিনি। কিন্তু কামব্যাকের সুন্দর সমাপ্তি টানতে পারননি তিনি।