Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
ভয়াবহ বন্যা
উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা জারি
Published : Tuesday, 30 July, 2024 at 9:49 AM

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিম জং উন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিম জং উন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন

প্রবল বৃষ্টিতে ব্যাপক বন্যার কবলে পড়েছে উত্তর কোরিয়া। এতে ভোগান্তি পোহাচ্ছেন দেশটির হাজার হাজার বাসিন্দা। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

সোমবার (২৯ জুলাই) উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের মুখপত্র রোদং সিনমুন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সিনুইজু শহর এবং উইজু জেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ৪ হাজার ২শ’র বেশি মানুষ। ভেসে গেছে হাজার হাজার একর জমির ফসল।
 
বন্যাকবলিত এলাকাগুলো থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার ও বিমানে করে লোকজনকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হচ্ছে বলে জানান রোদং সিনমুন। সেনাবাহিনীর ১০টিরও বেশি হেলিকপ্টার এ কাজে ব্যবহার করা হয়েছে।
 
তবে ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। বিবিসি বলছে, যেসব অঞ্চলে বন্যা দেখা দিয়েছে সেসবের মধ্যে চীনের সীমান্তবর্তী অঞ্চলও রয়েছে।
 
এছাড়াও, উত্তর কোরিয়া বর্তমানে যে খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, বন্যায় তা আরও বাড়বে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। 
 
এদিকে সিঙ্গাপুরভিত্তিক থিংকট্যাঙ্ক সংস্থা এস. রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ গর্ডন ক্যাং বিবিসিকে বলেছেন, বন্যা উত্তর কোরিয়ায় কোনো বিরল প্রাকৃতিক দুর্যোগ নয়, তবে বন্যা পরিস্থিতি পরিদর্শনে কিম জং উন সরেজমিনে গিয়েছেন— এই ব্যাপারটি বেশ বিরল। কারণ, আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে প্রায় বিচ্ছিন্ন এই দেশটির সর্বোচ্চ নেতা সাধারণত প্রতিবেশী বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের প্রতি বিরূপ মন্তব্যের জন্যেই সংবাদের শিরোনাম হন। এর বাইরে অন্য কোনো ইস্যু বা কারণে তাকে সংবাদ শিরোনামে তেমন দেখা যায় না।
 
গর্ডন ক্যাং আরও বলেন, আমার ধারণা, বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করছেন— এমন ছবি প্রকাশের মাধ্যমে কিম জং উন আসলে দেশবাসীকে বার্তা দিতে চাইছেন যে, বন্যার্ত মানুষকে সহায়তা প্রদানের মতো সক্ষমতা তার রাষ্ট্র রাখে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 16 October, 2024
তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 14 October, 2024
পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, ৩ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 14 October, 2024
ইরানের ক্ষেপণাস্ত্র চমকে দেবে  বিশ্বকে
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 3 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up