রিতুপর্ণার জোড়া গোলে ফিফা দ্বিতীয় প্রীতি ম্যাচে ভুটানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের ৪-২ গোলে হারায় সাবিনারা। এ ম্যাচে বাকি দুটি গোল করেন সাবিনা খাতুন ও মোছাম্মত সাগরিকা। এর আগে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ৫-১ গোলের বড় জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা।
আগের ম্যাচেও পিছিয়ে পড়ে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এ ম্যাচের চিত্রটা ছিল ঠিক একই। তবে পার্থক্যছিল শুধুগোল ব্যবধানে। আগের ম্যাচে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও এ ম্যাচের গোল ব্যবধান ছিল ৪-২।
থিম্পুতে খেলার ১৫ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভুটানের হয়ে গোল করেন ডেকি লাজোম। খেলার ২২ মিনিটে আবারো লাজামের গোল। তাতে ভুটানের স্কোরলাইন দাঁড়ায় ২-০।
দুই গোলে পিছিয়ে পড়ে খেলার ৩৫ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান সাবিনা খাতুন। খেলার ৪০তম মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান সাগরিকা। সুমাইয়ার বাড়ানো বলে গোল করেন তিনি।
২-২- স্কোরলাইনে বিরতি যায় দুই দল। বিরতির পর খেলার ৬২ ও ৮৬ মিনিটে রিতুপর্ণার গোলে বাংলাদেশের স্কোরলাইন হয় ৪-২। বাকি সময়ে গোল না হলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।