শিরোনাম: |
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়েছে। বিএম কলেজ এলাকায় ছাত্রলীগের সঙ্গে দিনভর সংঘর্ষে সড়কে যান চলাচল বন্ধ ছিল। নগরীর বিভিন্ন স্থানে হামলায় সংঘর্ষে সাংবাদিক, আন্দোলনকারী ও পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে ২২ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় সংঘর্ষের সূত্রপাত।
বিকাল ৫টায় দেখা গেছে, পুরো কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা কোটা বিরোধী ছাত্রদের দখলে। পুলিশের দাবি, আন্দোলনকারীরা গাড়ি ভাঙচুর করলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠি ছোড়া হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। পরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
দেশসংবাদ/এমএইচ/এফএইচ
আপনার মতামত দিন
|