চলমান কোটা আন্দোলনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব হল খোলা রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন ঘেরাও করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় তারা প্রশাসনিক ভবনের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে হাতে লাঠিসোঁটা দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ করে আবাসিক হল চালু রাখতে হবে।
সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হককে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ সময় শিক্ষার্থীরা বলেন, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ওপর যে ধরনের হামলা চালিয়েছে, এর জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল খোলা রাখার নোটিশ জারি করতে হবে এবং মেস মালিকদের সঙ্গে কথা বলে মেস খোলা রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হলগুলোতে হল প্রাধ্যক্ষদের হলে অবস্থান করতে হবে। সেই সঙ্গে হলে তল্লাশি চালিয়ে সব অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে।
এর আগে সকাল ১০টা থেকে আবাসিক হলের গেটগুলোতে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর হলগুলো থেকে ছোট ছোট মিছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের দিকে এগিয়ে যায়। পরে একটি বড় মিছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের দিকে যায়। সেখানে ছাত্রীরা মিছিলে যোগ দেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড হয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে সোয়া ১২টা) শিক্ষার্থীরা প্রশাসন ভবনে সামনে অবস্থান করছেন।