ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) দেশটির ওয়াদি আল-কাবিরের একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, আল-ওয়াদি আল-কবির এলাকায় একটি মসজিদের পাশে এক বন্দুকধারীর হামলা হয়েছে। এ হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
আরো বলা হয়, পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঘটনার আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।