কোটা সংস্কার আন্দোলনের কারণে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। তাদের সুবিধা-অসুবিধা দেখা। যদি কেউ সেটি বাধাগ্রস্থ করে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
শুক্রবার (১২ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জাংশন স্টেশনে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মের যারা ছাত্রছাত্রীরা, যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আরও বড় কথা হচ্ছে, আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।
মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা-অসুবিধা দেখা এবং সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। আমি বিশ্বাস করি তারা (কোটা সংস্কার আন্দোলনকারীরা) জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।
তিনি আরও বলেন, আমার কথা হচ্ছে, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। সরকারের দায়িত্ব, জনগণের সুবিধা-অসুবিধা দেখা এবং সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী কিছু বলতে চাননি। এ সময় উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া প্রমুখ।