Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে লোকসভায় প্রস্তাব ■ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি ■ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো ■ চিন্ময়ের জামিন শুনানি নিয়ে যা বললো ভারতীয় সংবাদমাধ্যম ■ সবার সঙ্গে বসছেন ড. ইউনূস, লক্ষ্য জাতীয় ঐক্য ■ একটি ইস্যু দিয়ে দুই দেশের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না ■ আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার
Published : Friday, 5 July, 2024 at 10:53 AM

 ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার এবং তার স্ত্রী ভিক্টোরিয়া স্টারমার। ছবি: রয়টার্স

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার এবং তার স্ত্রী ভিক্টোরিয়া স্টারমার। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের নির্বাচন শেষ হয়েছে। যেখানে ভোট গণনা চলছে। ফলাফলের জরিপে অনুযায়ী, বামপন্থী লেবার পার্টি পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে ৪১০টিতে জয়ের পথে। সেক্ষেত্রে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রীর হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি ১৩১টি আসন পেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

শুক্রবার (৪ জুলাই) যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এমন আভাসই পাওয়া গেছে। 

জরিপের ফলাফল শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূরাতন টুইটার) করা এক পোস্টে স্টারমার লিখেছেন, ‘এই নির্বাচনে লেবার পার্টির পক্ষে যারা প্রচারণা চালিয়েছেন, যারা আমাদেরকে ভোট দিয়েছেন এবং আমাদের পরিবর্তিত লেবার পার্টিতে আস্থা রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

যুক্তরাজ্যে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হয়। বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা পেতে ন্যূনতম প্রয়োজনের চেয়ে বেশি ভোট পেয়েছে বিরোধী দল লেবার পার্টি। 

জরিপের ফলে আরো বলা হয়েছে, নির্বাচনে লেবার পার্টি ১৭০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পাবে। আর এরইসঙ্গে, ১৪ বছর পর জায়গা ছাড়তে হবে কনজারভেটিভ পার্টিকে। এতে বিদায় নিবেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এদিকে, ১৩১টি আসনে জয়লাভের পূর্বাভাস নিয়ে কনজারভেটিভ পার্টির ইতিহাসে এবার সবচেয়ে খারাপ নির্বাচনী পারফরম্যান্সের আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও বুথ ফেরত জরিপে মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাটদের ৬১টি আসন, ব্রেক্সিট ক্যাম্পেইনার নাইজেল ফারাজের ডানপন্থী পপুলিস্ট রিফর্ম ইউকে পার্টি ১৩ আসনে জয়লাভ পেতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ব্যর্থতার মিশন শেষে দেশে ফিরল টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
Sunday, 13 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up