Published : Thursday, 4 July, 2024 at 10:49 PM, Update: 04.07.2024 10:56:24 PM
পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সাড়ে নয়টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-জিহাদ, বিজয়, শিশির, সিফাত ও শাওন। আহতরা হলেন-শাহেদ ও নাইম।
রফিকুল ইসলাম বলেন, গাড়িটি চলাচ্ছিলেন নাইম। তারা কালিকাপুর এলাকার দিকে যাচ্ছিলেন। এটি ছিল নাইমের উবারের গাড়ি। তিনি ঢাকা থেকে নিজ এলাকায় এসে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। তারা ঈশ্বরদী শহর থেকে ফেরার পথে গাড়িটি পাবনা চিনিকলের সামনে দাশুড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং ঈশ্বরদী উপজেলা হাসপাতালে দুইজন মারা গেছেন।
আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।