Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল ■ খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া ■ তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই ■ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ■ দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ■ দু-এক দিনের মধ্যে সুখবর আসছে ■ সংলাপে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচ
Published : Thursday, 27 June, 2024 at 12:10 PM, Update: 27.06.2024 7:57:28 PM

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচ

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচ

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ জন গুলিবিদ্ধসহ আট জন আহত হয়েছেন। 

বুধবার (২৬ জুন)  রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- বাবুল বেপারী (৪৭), ইখতিয়ার বেপারী (২৬), আব্দুর রব (৫৫), মহিউদ্দিন শেখ (৩৪) ও আসলাম মোল্লা (৫০)।

আহতদের কয়েকজন সাংবাদিকদের বলেন তারা মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থক। মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর সমর্থকরা তাদের ওপর গুলিবর্ষণ করেন।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে বলে আহতদের দাবি।

তবে অভিযোগ অস্বীকার করে রিপন পাটোয়ারী বলেন, ইউপি সদস্য ডলি ও সোমার লোকজন আধিপত্য বিস্তার নিয়ে মারামারি করেছেন। তারা কেউ আমার কথা শোনে না। সাবেক চেয়ারম্যান কল্পনার সঙ্গে এখন আমার কোনো দ্বন্দ্ব নেই। মারামারি দায় আমি নেব না।

মহসিনা হক কল্পনা বলেন, আমি আমার লোকজনকে সংঘাতে জড়াতে নিষেধ করি। তবুও প্রতিপক্ষ বারবার আমার লোকদের ওপর হামলা করে। প্রশাসনও এ ব্যাপারে ব্যবস্থা নেয় না।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম কালাম প্রধান জানান, পাঁচ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।'

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয় সাবেক বিএনপির প্রভাবশালী নেতা উজীর আলী আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে মিলে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পাইপগান থেকে ছোঁড়া গুলিতে পাঁচ জন আহত হয়েছে বলে জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মহাসড়কে মিলল তরুণীর গুলিবিদ্ধ লাশ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Saturday, 30 November, 2024
শাহজালালে ১২ কেজি সোনার বারসহ যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 November, 2024
চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাংক হিসাব জব্দ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 28 November, 2024
চিন্ময়কাণ্ডে পুলিশের তিন মামলা, আসামি ১৪৭৬
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 27 November, 2024
আইনজীবী সাইফুল হত্যায় গ্রেপ্তার ২৭
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 27 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up