দেশের মৌলিক সমস্যার সমাধান না করে বিদেশ গিয়ে চুক্তি করা অর্থহীন। এতে সমস্যার কোনো সমাধান হবে না। আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে এর সমাধান করতে হবে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২১ জুন) বিকেলে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে এ কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার দেশের সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রীয় কোষাগার শূন্য, বিদেশে টাকা পাচার হচ্ছে। একদিকে জনগণ থেকে টাকা নিচ্ছে, অপরদিকে সে টাকা বিদেশ পাঠিয়ে দিচ্ছে। সরকারের দুর্নীতি আজ বিশ্বস্বীকৃত।
বিএনপির নেতৃত্বে রদবদল প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখনই পরিবর্তন চায়। সেই চাহিদাকে সামনে রেখেই দলের ভিতরে রদবদল করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর দেশের স্বার্থরক্ষার জন্য নয় বলেও মন্তব্য করেন তিনি।